সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: বৃহস্পতিবার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ (তারাপাশা) বাজারে কুলঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ অালম। পরিচালনা করেন ইউনিয়ন সদস্য সাবের হোসেন বিজয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর হাতেগড়া অামাদের ছাত্রলীগকে ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর অাদর্শে অাদর্শীত হতে হবে। তিনি অত্র ইউনিয়ন ছাত্রলীগ সব নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, অাগামী সংসদ নির্বাচনে কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ মূখ্য ভূমিকা পালন করতে হবে। বিশেষ অথিতির বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউ/পি সদস্য চান মিয়া, যুবলীগ নেতা সিদ্দেক মিয়া, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন সাধারন সম্পাদক সাজু অাহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসান অহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিহাব অাহমদ, প্রচার সম্পাদক নাফিজ ইকবাল, এম সি কলেজ ছাত্রলীগ নেতা সুহাগ অাহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ অর্থ সম্পাদক অাবু সালেক, ক্রীড়া সম্পাদক জাহিদ নুর ইসলাম, অাইন বিষয়ক সম্পাদক ইকবাল অাহমেদ, ১নং ওয়ার্ড সভাপতি রিয়াদ আহমেদ, ২নং ওয়ার্ড সভাপতি তপু রায়হান দিপু, ৩নং ওয়ার্ড সভাপতি আলি আহমেদ, ৪নং ওয়ার্ড সভাপতি আকাশ আহমেদ। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সপন আহমেদ, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেহদি হাসান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুর মিয়া, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুহাগ আহমেদ, আকমল আহমেদ, সাব উদ্দিন, জাহিরুল, রবিন, তোফা, ফাহিম, জাবেদ, সজল, মিলাদ, আওলাদ, অলক, নাজমুল, বিজয়, আনোয়ার, সিদ্দিকুর, রুয়েল, কিবরিয়া, সাহান, নাসিম, ফাহিম, হামজা, হাবিবুর, ইউনিয়ন সিনিয়র সদস্য রাজ্জাক, আলিম, সাকিল, তৌকির, অামিন, লিমন প্রমুখ।