সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধি: দিরাই উপজেলার টুকদিরাই, করিমপুর, তাজপুর, নাছিরপুর এলাকায় সোমবার গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন এড. সামছুল ইসলাম। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম। দিরাই উপজেলার টুকদিরাই, করিমপুর, তাজপুর, নাছিরপুর এলাকায় গণসংযোগ শেষে নাছিরপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম-গঞ্জে রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, ভিজিডি, ভিজিএফ, স্বাস্থ্যসেবাসহ সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার গরীব-দুঃখী মানুষের কথা চিন্তা করে যাদের জায়গা আছে ঘর নাই তাদের সরকারীভাবে ঘর তৈরী করে দিচ্ছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যারা দেশ স্বাধীন করেছে সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, চাকুরী জীবিদের বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা মুখি উন্নয়ন কাজ করেছেন। ইতিমধ্যে হাওর অঞ্চলের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ পৌছে গেছে, ২০১৮ সালের মধ্যে হাওরপাড়ের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আলো জ্বলবে। সরকারের সকল উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌছে দিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান। সোমবার দুপুরে দিরাই মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নাছিরপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি করিম উদ্দিনের সভাপতিত্বে ও মো. ফারুক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার মহতামিম মাওলানা শায়েখ ছাদিকুর রহমান (চন্দিপুরি), মাওলানা সৈয়দ জাওয়াদুল করিম, মাওলানা মুদ্দাছির আলী, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মহিবুর, মাস্টার আলেখ মিয়া, বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল কাইয়ূম ফুল মিয়া, হাওর উন্নায়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, হাজী আব্দুল ওয়াহীদ, বুরহান উদ্দিন, আব্দুল মুত্তালিব, হাফিজ মিয়া, আতিকুর রহমান, আব্দু ছালাম, সিজিল মিয়া, শামছুল ইসলাম, হামিদ আলী, আফতাব উদ্দিন, শামিম, ফারুক মিয়া, উপজেলা কৃষকলীগ যুগ্ম-আহবায়ক স্বপন মিয়া, ময়না মিয়া, হাতিয়া পীর আকিল শাহ মাজারের খাদিম রুহুল আমিন রফু, নওসাদ মিয়া, ইয়াবর মিয়া, ওয়ার্ড যুবলীগ-এর সভাপতি জুয়েল মিয়া, যুবলীগ নেতা রিপন মিয়া, সাংস্কৃতিক জোট নেতা আখলাক হুসেন, নিরাপদ সড়ক চাই এম.সি কলেজ শাখার আইন বিষয়ক সম্পাদক বেলায়েত হুসেন, কুলঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক সুহাগ আহমেদ, ছাত্রলীগ নেতা জাহেদ হাসান, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আকিকুর রহমান, রাজু মিয়া, জালাল উদ্দিন, সুলেমান, এ.আর আমিন, সুবেল, ইমাদ প্রমূখ।