মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতক পৌরসভার পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন মেয়র। এ সময় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, ছাতক পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শেখ আজমল হোসেন, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট মতিউর রহমান, ছাতক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ম্যাকানিক ফারুক আহমদ, ম্যাকানিক গিয়াস উদ্দিন, পৌরসভার কল্যানব্রত দাস, ঠিকাদার মিলন কান্তি দেসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। শহরের বাগবাড়ি এলাকায় প্রায় ৫০ শতক ভূমির উপর নির্মিতব্য পানি সরবরাহের এ ওয়াটার প্ল¬্যান্ট। জেবিএনএমএসআর নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ ওয়াটার প্ল¬্যান্ট নির্মানের কাজ পেয়েছে। ৪ কোটি ৪৭ লাখ টাকা করাদ্ধের এ প্রকল্পটি আগামি ২০২০ সালের মধ্যে সম্পন্ন করার শর্তে প্ল্যান্টের কাজ শুরু করা হয়।