রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অডিটেরিয়াম হল রুমে সভায় সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল ইসলাস।
মাওলানা আাব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আছয়াছুদজ্জামান ফিল্ড সুপারভাইজার। স্বাগত বক্তব্য রাখেন ভীমভখালী ইউপি নিকাহ রেজিস্টার কাজী আব্দুল মুকিত।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আলী আকবর, মাওলানা ফয়জুন নুর, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ইলিয়াস আহম্মদ, মাওলানা আব্দুল ওদুদ, মাওলানা কবির আহম্মদ প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের জনগণের মঙ্গলার্থে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে বদ্ধ পরিকর ।