শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নে রাসেল অটো রাইচ মিল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর (রহিমাপুর) পয়েন্টে এ মিল উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, সদর উপজেলার সহ সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পারভেজ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ইউপি সদস্য অজিত রায়, রাসেল অটোরাইস মিলের মালিক মো. দুলাল মিয়া, ব্যবসায়ী রাসেল প্রমূখ।
জানা যায়, এই অটো রাইস মিল ৪০ শতাংশ জমির মাঝে তিনটি ভবনসহ রাইস মিল স্থাপন করা হয়েছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় অটো রাইস মিল স্থাপন করা হয়। মালিক মো. দুলাল মিয়া বলেন, হাজী আবুল কালাম-এর সহযোগীতায় আমি একজন সাধারন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি ধান ও চাউলের ব্যবসা করে ।