সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের নবনির্মিত মুক্তিযোদ্ধাদের ভবনের স্থান পরিদর্শন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। শনিবার বিকেলে সাচনা বাজার বাঁশ বাজার সংলগ্ন ও দূর্লভপুর রোডে পাশ্ববর্তী নতুন তিন তলা বিশিষ্ট এ ভবনটির নির্মাণের কাজ চলছে এতে ব্যয় হবে প্রায় ২ কোটি ১৭ লক্ষ টাকায়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান, এসআই সাইফুল্লাহ, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, উপসহকারী প্রকৌশলী (এলজিডি) আনিসুর রহমান, সহকারী মিলন সাহেব, উপজেলা আওয়ামী লীগের নেতা আসাদ আল আজাদ, গোলাম জিলানী আফিন্দী রাজু, রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, ইউপি সচিব অজিত কুমার রায় প্রমূখ।