সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মাদ আবু তাহের জুয়েলের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন রোববার দুপুরে উপজেলার জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল কাদির। প্রভাষক কামরুল ইসলাম সবুজের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক মনোব্রত চক্রবর্তী, শামীমা আক্তার, শিক্ষার্থী তামিম রহমান চৌধুরী, স্বাধীন খান, শাওন, স্বর্ণ দে, শ্রাবণী প্রমূখ।
বক্তারা বলেন, গত ১লা ডিসেম্বর ১৭ ইং তারিখ রোজ শুক্রবার নিজ বাড়ীতে বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে কথা কাঠাকাটির এক পর্যায়ে একই গ্রামের চিহিৃত সন্ত্রাসীদের দ্বারা ঘটনাস্থলে নির্মমভাবে খুন হয়। ১১ জনকে আসামী করে নিহতের বড় ভাই মদন মোহন সিলেট কলেজের প্রভাষক মো. সুয়েবুর রহমান বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অদ্যাবদী ৩ জন আসামী গ্রেফতার হলেও ৮ জন আসামী এখন ধরাছোয়্রা বাহিরে মুক্তভাবে ঘোরাফেরা করছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করার পরেও খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে না।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ও জেলা সিভিল সার্জন গুরুত্ব সহকারে ময়না তদন্তের রিপোট প্রদানসহ আসামীদের গ্রেফতার করার জন্য মানববন্ধনের মাধ্যমে আমরা শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। প্রভাষক মোহাম্মাদ আবু তাহের জুয়েল এর খুনিদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচার আইনে শাস্তি দেওয়া হোক।