রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে। দেশের সর্বস্থরের জনগনের সামগ্রিক উন্নয়ন নিয়ে জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। আওয়ামী লীগ এ দেশকে বিশে^র বুকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাচ্ছে। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ সবকিছুইর যেভাবে উন্নয়ন হচ্ছে, কয়েক বছরের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, এদেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার সাথে থাকুন এবং পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করুন।
রবিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের হলদারকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী বাংলা বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
দরগাপাশা ইউপি আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নেছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জার রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হলদারকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী আব্দুল হামিদ, জেলা যুবলীগের সদস্য মাসুক পারভেজ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, যুবলীগ নেতা নুর আলম, উপজেলা কৃষকলীগের যুগ্মআহবায়ক মইনুল ইসলাম, হলদারকান্দি গ্রামের প্রবীন মুরব্বী আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল কাদির, হাজী আব্দুল্লাহ, আব্দুল জলাল, কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, ছাত্রলীগ নেতা সালমান খাঁন প্রমূখ।
অপরদিকে রবিবার সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী, আক্তাপাড়া বাজার, দরগাপাশা পয়েন্ট, ছয়হাড়া পয়েন্ট ও ভমভমি বাজার এলাকাবাসীর সাথে হজ্বপালন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।