রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক, গোবিন্দপুর, নগর, তেহকিয়া, কুমিরআইল গ্রামে পল্লী বিদ্যুতের উদ্ভোধন করেছেন।
শনিবার রাত ৮টায় টায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর বাসভবনে পল্লী বিদ্যুতের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও শিমুলবাঁক ইউপি আওয়ামী লীগ নেতা মাস্টার মানিক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পল্লী বিদ্যুতের জিএম অকিল কুমার সাহা, এরিয়া পরিচালক ও জেলা পল¬ী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন, সহসভাপতি জুবেল আহমেদ, জেলা যুবলীগের সদস্য মাসুক পারভেজ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আমীন, শিমুলবাঁক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্মআহবায়ক আব্দুল গনি ভান্ডারী, শিমুলবাঁক ইউনিয়নের ১নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিমুলবাঁক ইউনিয়নের প্রবীন মুরব্বী চাঁন মিয়া, নোয়াজ আলী, কমর উদ্দিন, শহিদ উদ্দিন, নুর মিয়া, আব্দুস সালাম, মানিক মিয়া, মুক্তার হোসেন, সামসু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।