বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মেয়াজ্জেম হোসেন রতন’র উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার রাজাবাজ, রসুলপুর, লালপুর, বীনাজুড়া, কামারগাও গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিজবাহ উদ্দিন, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম জিলানী আফেন্দী রাজু, আসাদ আল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়ের, ফেনারবাক ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য অজিত সরকার, গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন পুরকায়স্থ, মোশারফ হোসেন, ইসাক মিয়া, বাবুল সরকার, শিক্ষক মঞ্জুলাল, পিযুষ চন্দ্র শীল, বিধু মজুমদার, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি শিরিন তালুকদার, শ্রমিক লীগের নেতা সেলিম আহম্মেদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, আওয়ামী লীগ উন্নয়ন বিশ্বাস করে এবং উন্নয়ন করে। এ সরকারের আমলে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা ঘাট, বিদ্যুৎ সহ প্রায় ৩৮টি উন্নয়ন চিহ্নিত করেন। তাই আসুন লাল সবুজের পতাকা তলে সকলে মিলে নৌকার বিজয় সুনিশ্চিত করি।