মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে দুবৃর্ত্তদের হামলা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও স্থানীয় যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মারধোরের প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় বাগলীবাজরে এ মানববন্ধনে শ্রীপুর উত্তর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহিদুল হায়দার লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ডাঃ মণিরুজ্জামান মনির, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গফুর, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিপন হায়দার প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় কিছু দুবৃর্ত্ত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দাঁড়ালো অস্ত্র নিয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে ঢুকে চেয়ার টেবিল, জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও স্থানীয় যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ব্যাপক মারধোর করে।
এ সময় আওয়ামী লীগের সহযোগি সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে রাতেই স্থানীয় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেতৃবৃন্দরা বলেন, যারা জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ^াস করে না। তাই অবিলম্বে হামলা ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান। অন্যথায় আগামীতে আরো কঠিন আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা।