শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দাম নিয়ে ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় বিক্রি হচ্ছে না কোরবানি করা পশুর চামড়া। ফলে অবিক্রিত এ চামড়ায় পচন ধরেছে। মৌসুমী ব্যবসায়ীদের অনেকেই ন্যায্য দাম না পাওয়ায় চামড়া বিক্রি করছে না। আর সেগুলোই এখন পচতে শুরু করেছে। আড়তদারদের বক্তব্য, নির্ধারিত দামের বাইরে তারা চামড়া কিনবেন না। কোরবানির ঈদ আসলেই জমে ওঠে চামড়ার ব্যবসা। তাই প্রতিবারের মতো এবারও আগ থেকেই নির্ধারণ করে দেয়া হয়েছে চামড়ার দাম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই চামড়া কেনাবেচা হচ্ছে কেবল ধারণার উপর। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, যে দামে তারা কোরবানির পশুর চামড়া কিনেছেন, আড়তদারদের সিন্ডিকেটের কারণে তার চেয়ে অনেক কম দামে চামড়া বেচতে হচ্ছে। তবে আড়তদারদের অভিযোগ, রাজধানীতে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হলেও সেই দামে তাদের চামড়া দিচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা। নির্ধারিত দাম না মেনে মৌসুমী সংগ্রহকারীরা খেয়াল-খুশিমত দামে চামড়া সংগ্রহ করাতেই বিপত্তি হয়েছে বলে মনে করে আড়তদাররা। চামড়ার দাম নিয়ে বাজারে মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদের দরকষাকষি চলছেই। আর অবিক্রিত অবস্থায় ট্রাকে পচন ধরছে চামড়া। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন। চামড়ার ব্যবসা নিয়ে বাজারে সরকারের কঠোর মনিটরিং না থাকার কারণেই পচতে বসেছে দেশের অন্যতম রপ্তানী পণ্য চামড়া।