রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
৩০ জুন রবিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সহকারি রিটানিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলার প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান, উপজেলার নির্বাচন অফিসের অফিস সহকারি মো. হুমায়ুন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মো. সায়েম পাঠান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক আফিন্দী ও মো. মাসুক মিয়া।
বিকেল৫ ঘটিকায় পর্যন্ত তিন জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন আজকেই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।এ
সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, মো. রিয়াজ উদ্দিন, মো. ওয়ালী উল্লাহ সরকার, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক মো. নুরুল আমিন, জামালগঞ্জ কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির তালুকদার, উপজেলা যুবলীগ নেতা গোলাম হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সহকারি রিটানিং অফিসার জানান, যাচাই আগামী ২জুলাই এবং প্রত্যাহার ৯ জুলাই। আগামী ২৫ জুলাই সাচনা বাজার উপ- নির্বাচন অনুষ্ঠিত হইবে।