শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সকল শঙ্কা-উৎকণ্ঠা ও জল্পনা পেছনে ঠেলে অবশেষে বৃষ্টি বিহীন রোদেলা দিনেই দেশের সর্বত্র পবিত্র ঈদুল আযহা কেটেছে পুরোদমে উৎসাহে আনন্দে। আজ শুক্রবার সবার ছিল দৃষ্টি আকাশের পানে। কিন্তু আগের দুতিন দিনের মতো বৃষ্টিতে অনাসৃষ্টি অবস্থার সৃষ্টি হয়নি। দেশের অধিকাংশ জায়গায় ছিল আশ্বিনের ঝলমলে রোদ। ঢাকা, চট্টগ্রামসহ অনেক জায়গায় রোদের তেজ ও ভ্যাপসা গরম ছিল প্রকট। এহেন ভাল আবহাওয়ায় কোরবানি পশু জবাই, কাটা-ছেঁড়ার কাজেকর্মে কোন রকম সমস্যা হয়নি। ‘ভাল’ আবহাওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষজন মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেছেন। এর আগে আবহাওয়া পূর্বাভাস ছিল দেশের আকাশ মেঘলা থাকার পাশাপাশি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির। তবে আজ সন্ধ্যা পর্যন্ত সারাদিনে সিলেটে ২২, চট্টগ্রাম ও কুমিল্লায় ৩, রাঙ্গামাটিতে ২ মিলিমিটার বর্ষণ ছাড়া আর কোথাও তেমন বৃষ্টি হয়নি। বাংলাদেশের আবহাওয়ামণ্ডলে আজ ভোর থেকে আবারও বর্ষার মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে। সর্বশেষ আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫, চট্টগ্রামে ৩২.৫ ডিগ্রি সে.।