রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
“সবাই মিলে সমবায় করি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার দক্ষিণ সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার জনগণের অংশগ্রহণে সমবায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সভাপতিত্বে ও সমবায় অফিস সহকারী নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, গাগলী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জুবেল আহমদ, ডুংরিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত প্রমুখ।
অপর দিকে সকাল ১১টায় সহকারী প্রকল্প পরিচালক, গ্রাম উন্নয়ন কর্মসূচি ও উপজেলা সমবায় অফিসারের আয়োজনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়।