শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, হাওরপাড়ের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক, দিরাই উপজেলা ৯টি ইউনিয়ন ও পৌরসভার সবকটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন ২০১৯ সালের মধ্যে দেশের সকল পেশার মানুষ শতভাগ বিদ্যুৎ সুবিধা পাবে, ইতিমধ্যে সরকার ঘোষিত শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় দিরাই উপজেলাকে আজ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার করিমপুর ইউনিয়নের ধীতপুর, উত্তর চান্দপুর ও ভাটিপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, আওয়ামী লীগ নেতা সাদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, শাহজাহান কাজী, কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তফাজ্জল মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা জিল্লুর রহমান, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ইউপি সদস্য জুয়েল মিয়া, পালন মিয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ দিরাই জোনের এজিএম নিতিশ চন্দ্র সাহা।