শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : কোনো হিরা-জহরত নেই। তারপরও একটি হাতঘড়ির দাম প্রায় সাড়ে ছয় কোটি টাকা। হ্যা, শুনতে অবিশ্বাস্য মনে হলেও সুইজারল্যান্ডের একটি ক্ষুদ্র কোম্পানি মাত্র চারটি হাতঘড়ি তৈরি করেছে যার প্রতিটির মূল্য ৮ লাখ ১৫ হাজার ডলার ( ৬ কোটি ৩৫ লাখ টাকা)। গ্রুবেল ফর্সে কোম্পানি তৈরি করেছে কোয়াড্রাপল টুরবিলন মডেলের এই চারটি ঘড়ি। সুইজারল্যান্ডের চক্স-ডি-ফন্ডসে অবস্থিত কোম্পানিটি বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ (অনুপম) ঘড়ি তৈরির জন্য খ্যাত। বর্তমানে বিশ্বের বিরল প্রকৃতির ঘড়ি তৈরি করে কোম্পানিটি। ২০০৪ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি বছরে মাত্র ৫-৬টি কোয়াড্রাপল টুরবিলন মডেলের ঘড়ি তৈরি করে। বিস্ময়কর ব্যাপার হলো- তাদের এই মডেলের একটি ঘড়ির যা দাম তা দিয়ে ঢাকা শহরে ৬টি ভালো মানের ফ্ল্যাট কেনা যায়। কোয়াড্রাপল টুরবিলন মডেলের ঘরির এত দাম কেন? শুনুন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা স্টিফেন ফর্সির মুখ থেকেই। ‘শুধু (ঘড়ির) ধারণা বা আইডিয়া তৈরির জন্য লেগে যায় ৫ বছর। মনে হতে পারে ওই আইডিয়াটা একটা পাগলামি। এরপর চারটি টরবিলন মডেলের ঘড়ি তৈরিতে লেগে যায় আরো দুই বছর।’ কারিগরি দিক থেকেও এটি ভীষণরকম নিখুঁত। সুইজারল্যান্ডের অন্যান্য বিশ্বখ্যাত ঘড়ির সময় যেখানে দৈনিক ১০ সেকন্ড পর্যন্ত হেরফের হয় সেখানে কোয়াড্রাপল টুরবিলন মডেলের ঘড়ির সময় হেরফের হয় মাত্র ২.৫ সেকন্ড। ফর্সি বলেন, কোয়াড্রাপল টুরবিলন মডেলের রয়েছে ৫৩৪টি অংশ। নিখুঁতভাবে তৈরির জন্য এর প্রতিটিই করা হয় সাধারণত হাতে। আর তাতে এক বছরের সমান কর্মঘণ্টা লেগে যায়। সূত্র: নিউইয়র্ক টাইমস