শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিরাইয়ে বজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের হতে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ২৮শে জানুয়ারী রোজ মঙ্গলবার শিক্ষাঙ্গন প্রাঙ্গণে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু মুসার পরিচালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থী হাবিবুর রহমান, গীতা পাঠ করেন সৈকত দাস।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, বিশেষ অতিথি চরনারচর ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার নির্মল রায় চৌধুরি, বিশিষ্ট সমাজ সেবক এবং মুক্তিযুদ্ধের সংগঠক বাবু অমর চাঁদ দাস, ৪নং চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস, সহকারি প্রধান শিক্ষক অসিত বরন চৌধুর, সিনিয়র শিক্ষক রনদেব কুমার পন্ডিত, শিক্ষিকা সুরমা আক্তার, সমর মহন দাস, উত্তম কুমার রায়, সেবক রঞ্জন দাস, ধর্মীয় শিক্ষক মোঃ রুহুল আমিন, আফরুজা আক্তার, নিউটন সামন্ত, এস এম সুলতান, দিতি সরকার, কে এম সুলতান মাহমুদ, আব্দুল হেকিম, ফজলু মিয়া, আজিজুর রহমান ধন মিয়া, চাঁনু চৌধুরী, আজিজুল হক, মাস্টার আবুল খায়ের, প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাক, ধন মিয়া, এনামুল হক, মাসুম, রুবেল চন্দ্র দে প্রমুখ।