সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সঠিক ইসলামী শিক্ষার একমাত্র ধারকবাহক কওমী মাদ্রাসাই: মুফতি মেরাজুল হক মাযহারী

সঠিক ইসলামী শিক্ষার একমাত্র ধারকবাহক কওমী মাদ্রাসাই: মুফতি মেরাজুল হক মাযহারী

amarsurma.com

আবদুর রাহমান জামী, শান্তিগঞ্জ প্রতিনিধি:
যুগের এই ক্রান্তিলগ্ন অতিক্রম করতে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে, এর বিকল্প আর কোনো এমন মাধ্যম নেই যা যুগের এই ক্রান্তিলগ্নে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এদেশে সঠিক ইসলামী শিক্ষার একমাত্র ধারকবাহক কওমী মাদ্রাসাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে পুর্ণাঙ্গ দ্বীনের শিক্ষা দেওয়া হয় বলে মন্তব্য করেছেন রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ১ম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মুফতি মেরাজুল হক মাযহারী।
শায়খ আব্দুল হান্নান শায়খে গণেশপুরী বলেন, একমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই উভয় জগতে শান্তি আসবে বলে আমরা বিশ্বাস করি।
নির্মাণাধীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা নবীনগর হরিনগর’র ১ম বার্ষিক ওয়াজ মাহফিল’র উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে সহস্রাধিক মুসল্লির সমাবেশ ঘটে। জেলার প্রত্যন্ত অঞ্চলের থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ তাওহিদী জনতাসহ শীর্ষ আলেম-ওলামা, মাশায়েখ এবং বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সময় মাদরাসার মাহফিল মুখরিত ছিলো।
এ সময় রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ১ম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আকাবীরদের স্বর্ণালী পথের এক জীবন্ত উপমা, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস শায়খ আব্দুল হান্নান রহ. স্মরণে আল-হান্নান ইসলামি সমাজ কল্যাণ পরিষদ নবীনগর হরিনগর কর্তৃক প্রকাশিত “আল-হান্নান” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন যুগের আরেক আধ্যাত্মিক রাহবার “শায়খ আব্দুল হান্নান” শায়খে গণেশপুরী দা.বা।
নবীনগর হরিনগর এলাকা যেন হাজার হাজার ওলামা-মাশায়েখ ও তরুণ আলেমদের এক মিলনমেলায় পরিণত হয়। ২৭ ডিসেম্বর সোমবার বিকাল ২টায় মাহফিলের কার্যক্রম শুরু হয়ে পরদিন (আজ) সকাল ৯টায় উপস্থিতি ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com