শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
‘সংসদের মূল নকশা এলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ’

‘সংসদের মূল নকশা এলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ’

mosarrof pic_103982আমার সুরমা ডটকম : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, স্থপতি লুই আই কানের সংসদ ভবনের মূল নকশা যুক্তরাষ্ট্র থেকে আনা হলেই নকশাবহির্ভূত স্থাপনার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। গৃহায়নমন্ত্রী বলেন, ‘সরকারি নির্দেশনায় বিভিন্ন সময়ে সংসদ ভবন চত্বরে কবর গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় লুই আই কানের সব নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য সংরক্ষণাগার থেকে সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’ মূল নকশা অনুযায়ী সংসদ ভবনটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না-এমন প্রশ্নের উত্তরে গৃহায়নমন্ত্রী আরো বলেন, ‘মূল নকশা আনা হলে তার আলোকে সংসদ ভবনসহ সংলগ্ন এলাকার সব স্থাপনার সুষ্ঠু সংরক্ষণ এবং সমন্বয় করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’ বিভিন্ন সরকারের আমলে জাতীয় সংসদ ভবন এলাকায় রাষ্ট্রীয়ভাবে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কবর দেওয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরসহ এ রকম সাতটি কবর সংসদ ভবন এলাকায় রয়েছে। অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবর রয়েছে। শেরেবাংলা নগরে লুই কানের নকশাবহির্ভূত আরো সাতটি স্থাপনা রয়েছে। এগুলোর মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বি আইসিসি), স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরের চারদিকে থাকা চারটি প্রবেশপথের শুরু বা শেষপ্রান্তে রয়েছে ঝুলন্ত সেতু, সম্মেলন কেন্দ্র, মসজিদসহ চারটি স্থাপনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com