বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী নামে খ্যাত পুণ্যভুমি সিলেট-এর মানুষ তথা সিলেটীদের নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, গাফফার চৌধুরীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সিলেট অঞ্চলের মানুষকে নিয়ে বিভিন্ন আপত্তিকর শব্দ উচ্চারণ করেন। তাও আবার একটা লাইভ টেলিভিশনের অনুষ্ঠানে। গাফফার চৌধুরী বা তার কিছু অন্ধ সমর্থক তাকে বাংলা সাহিত্য বিশারদ মনে করেন! কিন্তু কোনো ব্যক্তিকে পরিচিত করানোর ক্ষেত্রে অর্ধশিক্ষিত, অশিক্ষিত কোনো রুচিশীল শব্দ কি না অথবা এসব শব্দের প্রয়োগ পসিটিভ অর্থে ব্যবহৃত হয় কি-না সেটা কি গাফফার চৌধুরী জানেন না? না জেনে থাকলে তিনি সবচেয়ে বড় অজ্ঞ আর জেনে শুনে বলে থাকলে তিনি সবচেয়ে বড় নিমক হারাম ও সিলেট বিদ্বেষী। তার আচরণ থেকে আবারো প্রমাণিত হলো ‘নিজের দুর্বলতা ঢাকতে অন্যের অনুগ্রহপ্রাপ্ত মানুষই পরবর্তী সময়ে নিষ্ঠুর ও ভয়ঙ্কর হয়ে ওঠে’। আর এই সিলেট বিদ্বেষী ব্যক্তিকে শুধু সিলেট অঞ্চলের মানুষ নয় অন্য যে কোনো রুচিশীল মানুষেরই ঘৃণা করা উচিত। নেতৃবৃন্দ বিবৃতিতে তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে সিলেটবাসীর কাছে নিঃশর্ত ক্ষামার আহবান জানান।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলা কৃষকদলের সভাপতি শাহ মোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ অপর এক বিবৃতিতে গাফফার চৌধুরীর সিলেট বিদ্বেষী বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের দাবী জানান। বিজ্ঞপ্তি