শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: পারলো না সিলেট জেলা ফুটবল দল। টাইব্রেকার ভাগ্যে সিলেটকে ৫-৪ গোলে হারিয়ে সিলেট বিভাগীয় কমিশনার কাপের ফাইনাল নিশ্চিত করেছে বিদেশীদের নিয়ে গড়া সুনামগঞ্জ জেলা ফুটবল দল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ম্যাচটি জিতেই ইতিহাস করলো সুনামগঞ্জ জেলা ফুটবল। প্রথম বারের মত কোন প্রতিযোগিতা মূলক টুর্ণামেন্টে সিলেটের বিপক্ষে জয় পেলো দলটি। এর আগে শুরু হওয়া ম্যাচে ৮ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সুনামগঞ্জের সুহেল। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি প্রথমে সুনামগঞ্জের লিড। খেলার ২২ মিনিটেই সিলেটের বিদেশী খেলোয়াড় ইকো গোল করে সিলেটকে সমতায় ফেরান।
তবে প্রথমার্ধের শেষ দিকে সিলেটের উপর দিয়ে যেমন বয়ে যায় টর্নেডো, তেমনি দ্বিতীয়ার্ধের শেষ দিকে সুনামগগঞ্জও টর্নডোর স্বীকার হয়। প্রথমার্ধের শেষ দিকে পরপর দু’টি গোল খায় সিলেট। প্রথমার্ধের ৩৯ মিনিটে সুনামগঞ্জ জেলা ফুটবল দল ডুডুর গোলে এগিয়ে যায়। ব্যবধান দাঁড়ায় ২-১ গোলের। এর কিছুক্ষণ পর আবারো গোলের দেখা পায় সুনামগঞ্জ জেলা ফুটবল দল। এক মিনিট পরে ম্যাচের ৪০ মিনিটে আবারো সুহেল গোল করে এগিয়ে দেন সুনামগঞ্জকে। ৩-১ গোলের ব্যবধানে সুনামগঞ্জ এগিয়ে থাকা অবস্থায়ই বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে সিলেটের বিদেশী খেলোয়াড় কিংসলে গোল করে ব্যবধান কমান। এরপর ৩-২ গোলে পিছিয়ে থেকে একের পর এক আক্রমণ করতে থাকে সিলেট। কিন্তুু গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ দিকে আবারো গোল করেন কিংসলে। সমতায় ফেরে সিলেট। সিলেট সমতায় ফেরার কিছুক্ষনই পরই রেফারী শেষ বাঁশি বাজিয় দেন। খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে গিয়ে প্রথম বারের মত সিলেটের বিপক্ষে জয় করে ইতিহাস গড়ে সুনামগঞ্জ জেলা দল।