বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: কেন্দ্র ঘোষিত দেশব্যাপি জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সংগ্রহ অভিযান ১লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ দুপুরে সুনামগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী প্রথম ফরম পূরণ করে এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শায়েখ মাওলানা আব্দুল বছির, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীসহ জেলা ও উপজেলার জমিয়ত নেতৃবৃন্দ।