রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা: ‘পুলিশকে জনবান্ধব হিসেবে কাজ করতে হবে’

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা: ‘পুলিশকে জনবান্ধব হিসেবে কাজ করতে হবে’

আমার সুরমা ডটকম‘পুলিশ প্রশাসনকে জনবান্ধব হিসেবে কাজের মাধ্যমে তা প্রমাণ দিতে হবে, তা না হলে দেশের আইন-শৃঙ্খলাই শুধু ভেঙে যাবেনা; বরং একটি দেশের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। এজন্য জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করলে সত্যিই একদিন এ দেশের পুলিশও জনবান্ধবে পরিণত হবে।’ বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ ছুরত আলমকে পদোন্নতি এবং বদলি উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দিরাই প্রেসক্লাব আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের তালুকদার। প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুহানিফ চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ইউএনবির লন্ডন প্রতিনিধি শফিকুল ইসলাম, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামীলীগ নেতা সেলিম আহমেদ মিঠু, কবি নীরেশ চন্দ্র রায়, প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ শামসুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য জাকারিয়া হোসেন জোসেফ, যুব সংগঠক মিজানুর রহমান, ব্যবসায়ী রায়হান চিশতী, জিয়াউল ইসলাম ভুট্টো, প্রদীপ দে প্রমুখ।
বক্তারা আরো বলেন, পুলিশ যে জনগণের বন্ধু হতে পারে; তার উদাহরণ হচ্ছেন আজকের সংবর্ধিত অতিথি ছুরত আলম। কারণ, তিনি অনেক ভালো কাজ করেছেন বলেই সমাজের দর্পণ মিডিয়ার লোকজন তথা দিরাই প্রেসক্লাব তাকে সংবর্ধনা দিয়েছে। তারা আরো বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ কথাটি যেন সমাজের কাছে আরো গ্রহণযোগ্য হতে পারে, সেজন্য পুলিশ প্রশাসনকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com