সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ: আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন মহল গভীর শোকপ্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, মাওলানা আব্দুল কাইয়ূম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল হক, দরগাহপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, আওয়ামীলীগ নেতা দিলীপ তালুকদার, জিএম সাজ্জাদার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সিনিয়র-সহ সভাপতি প্রভাষক মোঃ নূর হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, কেশকব দেব, খালিদুর রহমান বাবুল, শাহীনুর আলম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শাহীদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মাসুক মিয়া, লালন মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমুখ। শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতা জনাব সুরঞ্জিত সেনগুপ্ত-এর মৃত্যুতে দেশ এক বিশিষ্ট রাজনীতিক, খ্যাতিমান পার্লামেন্টারিয়ান ও দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারালো, যা দেশের জন্য অপূরণীয়। আমরা তাঁর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।