সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: সদ্য প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির জন্মদিন উপলক্ষে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই পৌর সদরের বাসভবনস্থ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডিশনাল পিপি অ্যাডভোকেট সামছুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাওসার চৌধুরী, আওয়ামীলীগ নেতা নূর ইসলাম, ছুবা মিয়া, ফজু মিয়া, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, তাড়ল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, রায়হান মিয়া, বিদ্যুৎ বিহারী রায়, ময়না মিয়া প্রমুখ।