শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-এর সাবেক ভাইস চ্যান্সেলর ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম এম সফিউল্লাহ বলেছেন, আউটস্ট্যান্ডিং প্রজেক্টগুলোকে জনগনের ব্যবহারের জন্য তাদেরকে জানাতে হবে। নবীন ইঞ্জিনিয়ারদের গবেষণায় আরো বেশি আগ্রহী হতে হবে। তাহলে তাদের গবেষণার মাধ্যমে দেশের জন্য কল্যাণকর উন্নত সব প্রজেক্ট বের হয়ে আসবে।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের উদ্যোগে ‘প্রসপেক্টস অব এপলিক্যাশন অব জুট জিও টেক্সটাইল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইইবি সিলেট কেন্দ্রের হলরুমে বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি সিলেট কেন্দ্রের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমদ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ সিলেট কেন্দ্রের সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি-র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ মোল্লা।এছাড়া সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন প্রজেক্টে গবেষণারত ইঞ্জিনিয়াররা অংশ নেন।
প্রফেসর ড. এ এম এম সফিউল্লাহ আরো বলেন, পদ্মা এবং যমুনা সেতুর মাটি কিংবা নদী শাসনের জন্য জিও টেক্সটাইল ব্যবহার করা হয়। এছাড়া পাহাড়ের ঢালসমূহ বা নদীর ঢালসমূহের স্ট্যাবিলিটি রক্ষা কিংবা বাড়ানোর জন্যও জিওটেক্সটাইল ব্যবহার অত্যন্ত দরকার। সুতরাং জিওটেক্সটাইলকে উন্নত করার জন্য ইঞ্জিনিয়ারদেরকে ভূমিকা পালন করতে হবে।