বুধবার, ১৫ মে ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

দিরাইয়ে ঈদ মৌসুমেও হতাশা কামার পাড়ায়

amarsurma.com
দিরাইয়ে ঈদ মৌসুমেও হতাশা কামার পাড়ায়

আমার সুরমা ডটকম:

ঈদ মৌসুমেও কামার পাড়ায় হতাশা বিরাজ করছে। বছরের অন্য যে কোন সময়ের তুলনায় একটু বেশি ব্যস্ত থাকার কথা থাকলেও এ বছর বিক্রি অনেক কম বলে জানিয়েছেন কামার পাড়ার কারিগররা। দিরাই বাজার ঘুরে এমন ভয়াবহ চিত্র পাওয়া গেছে।
সরেজমিন সুনামগঞ্জের দিরাই পৌরশহরের বেশ কয়েকটি গলির কামার দোকানে গিয়ে দেখা গেছে, আর কয়দিন পরেই পবিত্র ঈদুল আযহা; অথচ এখন পর্যন্ত জমে ওঠেনি তাদের ব্যবসা-বাণিজ্য। তারা জানান, বছরের অন্য সময় এমনিতেই অলস সময় কাটাই, আশায় থাকি কোরবাণীর ঈদের। এ বছর কোরবাণীর ঈদেও আমাদের ব্যবসা জমছে না। এর কারণ হিসেবে তারা বলেন, লোহার দাম অত্যধিক বেশি হওয়ার কারণে আমরা বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে। আর সাধারণ ক্রেতারা বর্তমানে তৈরিকৃত (রেডিমেইট) ক্রয় করে নেয়। তাছাড়া এখন বাহির থেকে কিছু ব্যবসায়ি সস্তা দামে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে দেয়। তারা আরও জানান, আমরা ঈদকে সামনে রেখে চাকু, চুরি, দা, বটি দা, চাপাতি তৈরি করে রাখি। ঈদ চলে আসলেও এখন পর্যন্ত মালগুলো স্টকেই রয়েছে। যে পরিমাণ বিক্রি হচ্ছে, তাতে আমাদের বউ-বাচ্চা নিয়ে বাঁচা দায় বলেও তারা জানান।
দিরাই হাইস্কুল রোডের কামার স্বর্গীয় ক্ষিরমন দের পুত্র গীপেশ দে (৫০) জানান, বাপ-দাদার পেশা হিসেবে কাজ করে যাচ্ছি। বর্তমানে লোহার দাম দিগুণ হওয়ার কারণে আমাদের আগের মতো আর ব্যবসা হচ্ছে না। সারাবছর যে পরিমাণ বিক্রি হয়, তাতে আমাদের সংসার চালানো হয় দারদেনা করে। অপেক্ষায় থাকি কোরবাণীর ঈদের। এ বছর ঈদেও আমরা হতাশ।
একই বক্তব্য মৃত হরকুমার দের পুত্র রাজকুমার দে (৪৫), মৃত অনিল কুমার দের (৬০)। তাদের দাবি, সরকার যদি লোহার দাম কমায়, তবেই আমাদের ব্যবসা নিয়ে বাঁচতে পারবো। অন্যথায় বাপ-দাদার ব্যবসা হিসেবে আর ধরে রাখতে পারবো না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: