বুধবার, ১৫ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

সুনামগঞ্জে প্রস্তুত এক লাখ কোরবাণীর পশু

amarsurma.com
সুনামগঞ্জে প্রস্তুত ১০ লাখ কোরবাণীর পশু

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবাণীর জন্য সুনামগঞ্জে প্রস্তুত রয়েছে এক লাখেরও বেশি পশু। এরমধ্যে ষাঁড় ৩১ হাজার ২১৫টি, বলদ সাত হাজার ৮৯৮টি, গাভী আট হাজার ২১০টি, মহিষ এক হাজার ৩০১টি, ছাগল পাঁচ হাজার ৩৭০টি, ভেড়া চার হাজার ৪১৯টি, গৃহপালিত ছাগল ২৪ হাজার ৯৬৫টি ও ভেড়া ২৬ হাজার ৪শতটি। আর কোরবাণীর পশু বিক্রির জন্য জেলায় ৫০টি স্থানে হাট বসবে বলেও সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জে কোরবাণীর জন্য প্রস্তুত রয়েছে এক লাখ নয় হাজার ৭৭৮টি। এরমধ্যে চাহিদা রয়েছে ৫৪ হাজার ৩৬২টি। ফলে উদ্বৃত্ত আছে ৫৫ হাজার ৪১৬টি পশু। সূত্র মতে, জেলার শাল্লা উপজেলায় গরু হৃষ্টপুষ্ট করণ খামারীর সংখ্যা ৩৫৫ জন, সেখানে ষাঁড় রয়েছে দুই হাজার ৬৭টি, বলদ ৬৯৫টি, গাভী ২৩২টি, মহিষ ৪৫, ছাগল ২৯১টি, ভেড়া ১৯১টি, গৃহপালিত ছাগল এক হাজার ৫০টি, ভেড়া এক হাজার ১৮০টি। দিরাইয়ে খামারীর সংখ্যা ৪৩৮ জন, ষাঁড় রয়েছে দুই হাজার ৩৬৯টি, বলদ ৮৩৪টি, গাভী এক হাজার ২১০টি, মহিষ ১৮৬টি, ছাগল ৫৪৬টি, ভেড়া ২৬৩টি, গৃহপালিত ছাগল এক হাজার ৯৯৮টি, ভেড়া দুই হাজার ১২৮টি। ছাতকে খামারীর সংখ্যা ৪০৩ জন, ষাঁড় নয় হাজার ১৩৪টি, বলদ দুই হাজার ২৬টি, গাভী ৮৬৯টি, মহিষ ১৯১টি, ছাগল ৫০১টি, ভেড়া ২১৮টি, গৃহপালিত ছাগল তিন হাজার ৫৬০টি, ভেড়া তিন হাজার ৬৯০টি। দোয়ারাবাজারে খামারীর সংখ্যা ৩২১ জন, ষাঁড় এক হাজার একটি, বলদ ২৯৩টি, গাভী ৩০৪টি, মহিষ ১১৫টি, ছাগল ৫১৫টি, ভেড়া ৮৩৮টি, গৃহপালিত ছাগল দুই হাজার ১০৩টি, ভেড়া দুই হাজার ২৩৩টি। জামালগঞ্জে খামারীর সংখ্যা ২২৪ জন, ষাঁড় এক হাজার ৩৩১টি, বলদ ৩৪২টি, গাভী এক হাজার ২৪৮টি, মহিষ ১১৮টি, ছাগল ৩১০টি, ভেড়া ৭৩০টি, গৃহপালিত ছাগল এক হাজার ৭৮৬টি, ভেড়া এক হাজার ৯১৬টি। বিশ্বম্ভরপুরে খামারীর সংখ্যা ২২৭ জন, ষাঁড় ৮৪৫টি, বলদ ৫৪৫টি, গাভী ৬৬১টি, ছাগল ৪৪৭টি, ভেড়া ৯৪টি, গৃহপালিত ছাগল এক হাজার ৯০৬টি, ভেড়া দুই হাজার ৩৫টি। শান্তিগঞ্জে খামারীর সংখ্যা ৩০১ জন, ষাঁড় দুই হাজার ৩১টি, বলদ ৩২৮টি, গাভী ২৪২টি, মহিষ ১০৫টি, ছাগল ৫১৭টি, ভেড়া ২৩২টি, গৃহপালিত ছাগল দুই হাজার ১০৮টি, ভেড়া দুই হাজার ২৩৮টি। জগন্নাথপুরে খামারীর সংখ্যা ২৩৯ জন, ষাঁড় দুই হাজার ৮৯৩টি, বলদ ৩৪৫টি, গাভী এক হাজার ১৮২টি, মহিষ ১৭১টি, ছাগল ৭৬১টি, ভেড়া ৯৭৮টি, গৃহপালিত ছাগল তিন হাজার ১০৩টি, ভেড়া তিন হাজার ২৩৩টি। সদরে খামারীর সংখ্যা ৪২৭ জন, ষাঁড় পাঁচ হাজার ৮২৭টি, বলদ এক হাজার ৫৪টি, গাভী এক হাজার ১০৮টি, মহিষ ২১৩টি, ছাগল ৪শতটি, ভেড়া ৩৩৪টি, গৃহপালিত ছাগল তিন হাজার ১৪৭টি, ভেড়া তিন হাজার ২৭৭টি। তাহিরপুরে খামারীর সংখ্যা ৩৩৪ জন, ষাঁড় এক হাজার ৯৯৮টি, বলদ ৩২৬টি, গাভী ২৩৭টি, ছাগল ৫০৯টি, ভেড়া ২২৮টি, গৃহপালিত ছাগল এক হাজার ৫৬৩টি, ভেড়া এক হাজার ৬৯৩টি। ধর্মপাশায় খামারীর সংখ্যা ৩১১ জন, ষাঁড় এক হাজার ৭১৯টি, বলদ এক হাজার ১১০টি, গাভী ৯১৭টি, মহিষ ১৫৭টি, ছাগল ৫৭৩টি, ভেড়া ৩১৩টি, গৃহপালিত ছাগল দুই হাজার ৬৪১টি, ভেড়া দুই হাজার ৭৭৭টি।
এদিকে জেলায় ৫০টি স্থানে কোরবাণীর পশু বিক্রির জন্য হাট বসবে বলে জেলা প্রাণিসম্পদ অফিসের সূত্রে জানা গেছে। এরমধ্যে সদর উপজেলায় ৬টি, ছাতকে ৫টি, দোয়ারাবাজারে ১০টি, জগন্নাথপুরে ৯টি, জামালগঞ্জে ১টি, বিশ্বম্ভরপুরে ৫টি, দিরাইয়ে ২টি, শাল্লায় ৩টি, তাহিরপুরে ২টি, ধর্মপাশায় ৪টি, শান্তিগঞ্জে ৩টি।
দিরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এফ. এম. বাবরা হ্যামলিন জানান, আমাদের দিরাইয়ে এ বছর মোট খামারীর সংখ্যা ৪৩৮ জন, কোরবাণীর জন্য প্রস্তুতকৃত পশুর মধ্যে ষাঁড় রয়েছে দুই হাজার ৩৬৯টি, বলদ ৮৩৪টি, গাভী এক হাজার ২১০টি, মহিষ ১৮৬টি, ছাগল ৫৪৬টি, ভেড়া ২৬৩টি, গৃহপালিত ছাগল এক হাজার ৯৯৮টি, ভেড়া দুই হাজার ১২৮টি। তিনি আরও বলেন, দেশে ছড়িয়ে পড়া লাম্পি স্কিন রোগে দিরাইয়ে কোন গরু আক্রান্ত হয়নি। বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথেই ভ্যাকসিন কার্যক্রম চালিয়েছি।
জেলা প্রাণিসম্পদ অফিসার যা. মোঃ আসাদুজ্জামান বলেন, প্রচণ্ড গরমের সময় জেলার কিছু কিছু উপজেলায় গরুর শরীরে লাম্পি স্কিন সমস্যা দেখা দিয়েছিল। বৃষ্টি ও ঠাণ্ডা শুরু হওয়ার সাথে সাথেই তার সম্পূর্ণ থেমে যায়। এখন জেলার কোথাও এ সমস্যা আর নেই। আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: