মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্রতা ছিল মাঝারি থেকে মৃদু, তবে সবার মাঝে আতঙ্ক তৈরি করলেও বড় কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, শুক্রবার দুপুর সোয়া ১২টার পর কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পটি অনুভূত হয়। যদিও ভূমিকম্পটি খুব সংক্ষিপ্ত ছিল, কিন্তু এর কারণে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ মাত্রার ছিল এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয় শহর, যা ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির সঠিক মাত্রা ছিল ৭.৭, এবং এর উৎপত্তি মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে এবং জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক এই ভূমিকম্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।