মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও উপজেলার বিভিন্ন মসজিদে জুম’আর নামাজের খুতবার পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও শান্তিগঞ্জ বাজার তাফসিরুল কোরআন কমিটির উদ্যোগে শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদে জুম’আর নামাজের পরে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সুনামগঞ্জ-সিলেট মহা সড়ক, উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে শান্তিগঞ্জ বাজার তাফসিরুল কোরআন কমিটির সভাপতি ব্যবসায়ী নাছির উদ্দিনের সভাপতিত্বে, ব্যবসায়ী মাওলানা রমজান হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ডুংরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম বাহার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, আব্দুল তাহিদ, হাজী আব্দুর রাজ্জাক ময়না হাফিজ রশিদ আহমদ, হুমায়ুন আহমদ, মাওলানা মাহবুবুল হাসান মাহিন, মিলন মিয়া, শুয়াইব আহমদ, আব্দুল কাদির, মাওলানা মামুন আহমদ, মাওলানা হুছাইন আহমদ প্রমূখ।
অপরদিকে শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদ, উজানীগাঁও জামে মসজিদ, জয়কলস জামে মসজিদ, কামরূপদলং জামে মসজিদ, আস্তমা বড়বাড়ি জামে মসজিদ, আস্তমা বড় জামে মসজিদ, ডুংরিয়া জামে মসজিদ, পাগলা কান্দিগাও জামে মসজিদ, নোয়াখালী বাজার জামে মসজিদ, পাথারিয়া বাজার জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে জুমআর নামাজের পরে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।