শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আরিফুল হক চৌধুরী বিজয়ের দ্বারপ্রান্তে

আরিফুল হক চৌধুরী বিজয়ের দ্বারপ্রান্তে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ের দ্বারপ্রান্তে। ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট । নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ওই দুই কেন্দ্রের মোট ভোট ৪৭৮৭। ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকা আরিফকে হারাতে হলে ওই দুই কেন্দ্র সব ভোট কাস্ট হতে হবে এবং কামরানকেও পেতে হবে সব ভোটই।

আজ সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সিসিকের ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
আলীমুজ্জামান আরো জানান, সিসিকের মোট ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে বাকি দুই কেন্দ্র স্থগিত করা হয়।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

সিলেটের নির্বাচিত কাউন্সিলরবৃন্দ

কাউন্সিলর ফলাফল সিলেট সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড বিক্রম কর সম্রাট, ৩নং ওয়ার্ড আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ড লোদী, ৫নং ওয়ার্ড রেজওয়ান, ৬নং ওয়ার্ড শামীম, ৭নং ওয়ার্ড আফতাব খান, ৮নং ওয়ার্ড ইলিয়াছ রহমান, ৯নং ওয়ার্ড কামরান আহমদ, ১০নং ওয়ার্ড তারেক উদ্দিন তাজ, ১১নং ওয়ার্ড রকিবুল ইসলাম ঝলক, ১২নং ওয়ার্ড সিকন্দর আলী, ১৩নং ওয়ার্ড শান্তনু দত্ত সন্তু, ১৪নং ওয়ার্ড মুনিম, ১৫নং ওয়ার্ড বাকের, ১৬নং ওয়ার্ড জাবেদ আহমদ, ১৭নং ওয়ার্ড রাশেদ আহমদ, ১৮নং ওয়ার্ড উজ্জল রহমান, ১৯নং ওয়ার্ড সৌকত আমিন তৌহিদ, ২০নং ওয়ার্ড আজাদ, ২১নং ওয়ার্ড আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ড সেলিম, ২৩নং ওয়ার্ড মোস্তাক আহমদ, ২৪নং ওয়ার্ড সুহেল, ২৫নং ওয়ার্ড পিন্টু, ২৬নং ওয়ার্ড লিপন বক্স, ২৭নং ওয়ার্ড আজম খান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: