বুধবার, ০১ মে ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

কর্মহীন ৩৫৫ জনের হাতে হাতে চাল পৌছে দিলেন ইউএনও

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্গম সীমান্ত গ্রামে বিপর্যস্ত হয়ে গৃহে থাকা কর্মহীন ৩৫৫ জনের হাতে হাতে সরকারি খাদ্য সহায়তার চাল পৌছে দিলেন সুনামগঞ্জের তাহিরপুরের (ইউএনও)।
তীব্র পরিবহন সংকট থাকায় নিজ দফতরের পিকআপ ও অপর ভাড়াকৃত পিকআপে চাল বোঝাই করে দূর্গম সীমান্ত গ্রামগুলোতে খাদ্য সহায়তা পৌছাতে বুধবার সকালেই বেড়িয়ে পড়েন।
পরিবারের সদস্যদের ভরন পোষণে বিপাকে থাকা উপজেলার উত্তর বাদাঘাট, উত্তর বড়দল, উত্তর শ্রীপুর ইউনিয়নের দলিত, হরিজন, ক্ষুদ্র নৃ-তাত্বিক, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভিক্ষুকসহ ৩৫৫ জনের প্রত্যেকের হাতে হাতে ১০ কেজির চালের ব্যাগ পৌছে দেন ইউএনও।
এভাবে বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের দিক নির্দেশনায় তাহিরপুরের ইউএনও বিজেন ব্যানার্জী উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়ন পরিষদ চত্বর, সীমান্তবর্তী কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বড়ছড়া বুরুঙ্গা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয় চত্বর, টেকেরঘাটে নির্মাণাধীন আদর্শ গ্রাম মাঠে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপার্টার, সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: