শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

চাঁদ দেখা গেছে: প্রথম রোজা কাল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আহলান সাহলান মাহে রমজান, পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার শুরু হচ্ছে প্রথম রোজা। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ এশার নামাজের পর তারাবিহ’র নামাজের মাধ্যমে শুরু হবে পবিত্র রমজানের সূচি। তবে এবার করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে রমজান।

সংক্রমণ ঝুঁকি এড়াতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বোচ্চ ১২ জন তারাবিহ পড়তে পারবেন। তারাবিহসহ সব ধরণের এবাদত ঘরে পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এবার কোন ইফতারের আয়োজনও করা যাবে না।

ওদিকে মধ্যপ্রাাচ্যে শুক্রবার থেকেই শুরু হয়েছে রমজানের সিয়াম সাধনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: