শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
টাকা নিয়ে নাম না দেয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে: দিরাইয়ে বঞ্চিত কৃষকের আক্রমণে চেয়ারম্যান-মেম্বার লাঞ্চিত

টাকা নিয়ে নাম না দেয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে: দিরাইয়ে বঞ্চিত কৃষকের আক্রমণে চেয়ারম্যান-মেম্বার লাঞ্চিত

আমার সুরমা ডটকমদিরাইয়ে ভিজিএফের তালিকায় নাম দেয়ার কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে টাকা নিয়ে নাম না দেয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ লাঞ্চনার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাইয়ে বিজিএফের চাল ও টাকা বিতরণকালে তালিকায় নাম না থাকা বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষকদের রোশানলের শিকার হয়ে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও পুলিশ সদস্য লাঞ্চিত হয়েছেন। গতকাল বুধবার ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও গ্রামে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ত্রাণ বিতরণকালে তারা আক্রমণের শিকার হন। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে বিজিএফের চাল বিতরণ শুরু হয়, ৩টি ওয়ার্ডে সাড়ে ৪শ কৃষকের নাম তালিকায় থাকলেও সহ¯্রাধিক কৃষক সেখানে জড়ো হয়। বিকাল সাড়ে ৩টার দিকে তালিকায় নাম না থাকায় অপেক্ষমাণ ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষিপ্ত হয়ে উঠেন। কথা কাটকিাটির এক পর্যায়ে উত্তপ্ত কৃষকদের আক্রমণের শিকার হন ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, ওয়ার্ড সদস্য নগেন্দ্র চন্দ্র দাস, সংরক্ষিত নারী সদস্যা শেফা বেগম, আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত এএসআই জরিফুলসহ পুলিশ সদস্যরা। এ ঘটনায় ধলকুতুব গ্রামের জইনুদ্দিন, আব্দুল মালেক, ইসলাম উদ্দিন, সাজিদুর রহমানকে আটক করে দিরাই থানায় নিয়ে আসা হয়েছে। কৃষক তাজুল ইসলাম জানান, আমাদের মেম্বার তালিকায় নাম দেয়ার কথা বলে টাকা নিয়েছে, কিন্তু ত্রাণ বিতরণের সময় দেখা যায় আমাদের নাম নেই, এই নিয়ে মেম্বারের সাথে কৃষকদের কথা কাটাকাটি হলে পুলিশসহ তার লোকজন কৃষকদের উপর আক্রমণ চালায়। জাহির মিয়া বলেন, আমাদেরকে বলা হয়েছিলো তালিকায় নাম আছে, এসে দেখি নাই, মেম্বার তার নিজস্ব পরিবারের একাধিক লোকের নাম দিয়ে বিজিএফর চাল ও টাকা তুলে নিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, তিনটি ওয়ার্ডে এক সাথে বিজিএফের চাল ও টাকা বিতরণ চলছিলো, ৭নং ওয়ার্ডের কয়েকটি নাম দুইবার আসায় আমি বলেছিলাম এগুলো যাচাই-বাছাই করে পরে দেওয়া হবে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে আমার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম, একই নাম একাধিকবার থাকায় ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কৃষকদের কথা কাটাকাটির এক পর্যায় কৃষকরা চেয়ারম্যান-মেম্বারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বিজিএফের চাল বিতরণের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত পুলিশ সদস্যসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উপর কিছু লোক আক্রমণ করে, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে নিয়ে এসেছি। যাচাই-বাছাই চলছে, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে অন্যদের ছেড়ে দেয়া হবে। ইউপি চেয়ারম্যান বাদি হয়ে মামলা দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: