সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

দিরাইয়ের হাওর থেকে ১০ হাজার মিটার জাল আটক

amarsurma.com
দিরাইয়ের হাওর থেকে ১০ হাজার মিটার জাল আটক

আমার সুরমা ডটকম:

মৎস্য প্রজনন ও নিরাপদ বৃদ্ধির সুবিধার্থে দিরাই উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওর ও কামার নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ছাই ও বস্তা জাল আটক করে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা যায়, হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষন এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মোবাইল কোর্টের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলমের নেতৃত্বে উপজেলার চাপতির হাওর ও কামার নদী থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, প্রায় ৪শত পিছ পুরাতন ছাই ও ৫ হাজার মিটার বস্তা জাল আটক করে তা ধ্বংস করে দেয়া হয়।
এ ব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, উপজেলার খাল-বিল ও হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশীয় মাছের নিরাপদ বিচরণ ও মৎস্য প্রজনন বৃদ্ধি করার লক্ষ্যে আগামিতেও অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: