শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

ব্যতিক্রমী চমকের জয়লাভে মঞ্জুর আলম চৌধুরী

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ব্যবধান বেশি না হলেও ব্যতিক্রমী চমক দেখাতে পেরেছেন দিরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোটর সাইকেল প্রতীকের মোঃ মঞ্জুর আলম চৌধুরী। মাত্র ৬২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রদীপ রায়কে পরাজিত করার কারণে খোদ দলের ভেতরেই চলছে হিসেব-নিকেশ। ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের দিরাইসহ দেশের ৭৮টি উপজেলা পরিষদের নির্বাচন। সে নির্বাচনে দিরাইয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রদীপ রায়, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোঃ আলতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মোঃ মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের রঞ্জন কুমার রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৭৪টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টা ৩০ মিনিটে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ এমদাদুল হক চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের মোঃ মঞ্জুর আলম চৌধুরী পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রদীপ রায় পেয়েছেন ২০ হাজার ৮৬০ ভোট। মঞ্জুর আলম চৌধুরী ৬২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া আনারস প্রতীকের মোঃ আলতাব উদ্দিন পেয়েছে ১৬ হাজার ৯২৮ ভোট ও ঘোড়া প্রতীকের রঞ্জন কুমার রায় পেয়েছেন ২০ হাজার ১৯৮ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) চশমা প্রতীকের মোঃ মোহন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৫৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের মোঃ নূরুল হক তালুকদার পেয়েছেন ১০ হাজার ৩৩৩ ভোট। মোহন চৌধুরী ১৮ হাজার ২৬৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া টিউবওয়েল প্রতীকের সর্দার কামাল হোসেন পেয়েছেন ৮ হাজার ৮২৬ ভোট, টিয়াপাখি প্রতীকের মোঃ জায়ফর মিয়া পেয়েছেন ৭ হাজার ৯৭৮ ভোট, বৈদ্যুতিক বাল্ব প্রতীকের মোঃ জুবের আলম পেয়েছেন ৭ হাজার ৬০ ভোট, বই প্রতীকের মোঃ ইমরান আহমদ পেয়েছেন ৫ হাজার ৩৫৪ ভোট, মাইক প্রতীকের আরিফুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২৬৫ ভোট ও তালা প্রতীকের রুহুল আমিন পেয়েছেন ৩ হাজার ৬৫৪ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) ফুটবল প্রতীকের এডভোকেট রিপা সিনহা পেয়েছেন ৪৬ হাজার ৪১২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী পেয়েছেন ২০ হাজার ৯১৫ ভোট। রিপা সিনহা ২৫ হাজার ৪৯৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কলস প্রতীকের মোছাঃ হেলেনা বেগম পেয়েছেন ১১ হাজার ১৫১ ভোট।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, দিরাই থানার ইন-চার্জ মোস্তফা কামালসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী ও তাদের মনোনীন প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: