শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সিটি কর্পোরেশন নির্বাচন: মনোনয়ন জমা দিলেন কামরান, আরিফ

সিটি কর্পোরেশন নির্বাচন: মনোনয়ন জমা দিলেন কামরান, আরিফ

আমার সুরমা ডটকম:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহস্রাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরের মাছিমপুরস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কামরান। এ সময় নির্বাচন অফিসের বাইরে নেতাকর্মীরা ‘নৌকা, নৌকা’ বলে স্লোগান দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মানিক পীরের (র.) গোরস্থানে নিজের মা-বাবার কবর জিয়ারর করেন কামরান।

মনোনয়নপত্র জমা দিলেন আরিফ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সদ্য পদত্যাগ করা এই সিটি মেয়র।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরিফের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।

এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মেয়র পদ ছাড়েন আরিফুল হক চৌধুরী।

এসময় আরিফ বলেন, কর্মকালীন সময়ে আপনারা অনেক কষ্ট করেছেন। অফিসের নির্ধারিত সময় ব্যতিরেকেও অফিস করেছেন। অনেক সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও আপনাদের কষ্ট করতে হয়েছে। চলার পথে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এরপর হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন আরিফ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: