শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

নৌ পথে চাঁদা আদায়কালে সুনামগঞ্জে যুবলীগ সভাপতিসহ আটক ২

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বালু পাথর পরিবাহি ইঞ্জিন চালিত (ট্রলার) নৌকা থেকে চাঁদা আদায়কালে সুনামগঞ্জের তাহিরপুরে যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন ও তার অপর এক সহযোগীকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
জিয়া তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আবদুল করিমের ছেলে।
আটক অপর সহযোগীর নাম আবু বক্কর। সে একই উপজেলার একই ইউনিয়নের আনোয়ারপুর লোহাচুড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।
বৃহস্পতিবার সন্ধায় তাদেরকে তাহিরপুরের রক্তিনদী হতে চাঁদা আদায়কালে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত দশটায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারি এসআই আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবির ইন্সপেক্টর (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বৃহস্পতিবার দিনভর নজরধারীরপর তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের পাথারি গ্রাম সংলগ্ন রক্তি নদীতে বালু পাথরবাহি নৌকা আটকিয়ে চাঁদা আদায়কালে জিয়া উদ্দিন ও তার সহযোগী আবু বক্করকে আটক করেন।
এ সময় যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের চাঁদা আদায়ের আরো কয়েক সহযোগি কৌশলে পালিয়ে যায়।
তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটা ও ফাজিলপুর বালু পাথর মহাল কেন্দ্রীক সারাদেশে বালু পাথর সরবরাহে ও পরিবহনে রক্তি নদীর নৌ পথে যাতায়াতকালে বালু পাথর, বিভিন্ন মালামাল পরিবাহি বলগেট নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ও ছোট ছোট নৌকা থেকে জিয়া উদ্দিন বালিজুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যোন দক্ষিণকুল গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ তৈরী করে বিভিন্ন নামে গত কয়েকবছর ধরে প্রতিনিয়ত লাখলাখ টাকা চাঁদাবাজিতে সিদ্ধহস্ত হয়ে উঠে।
এদের চাঁদাবাজি অতিষ্ট হয়ে নৌ পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়িরা বছরের পর বছর ধরে প্রশাসনের নিকট নানা অভিযোগ করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: