সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ ‘মুক্ত দিবস’ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প¯তবক অর্পন ও বীর মুক্তিযোদ্ধাকে সম্মাণনা ক্রেস্ট প্রদান করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার (৬ ডিসেম্বর) সুনামগঞ্জ মুক্ত দিবসে বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী স্বরূপ পুস্প¯তবক অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিরি সদস্য দেওয়ান ইমদাদ রেজা, লতিফুর রহমান রাজু, প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক একেএম মহিম,সহ-সভাপতি শামস শামীম, যুগ্ম-সম্পাদক বিন্দু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, কোষাধ্যক্ষ এ আর জুয়েল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর, প্রেসক্লাব সদস্য এমরানুল হক চৌধুরী, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান শাহীন, কামরুল হাসান, দিলাল আহমদ, মোসাইদ রাহাত, দেওয়ান তসদ্দুক রাজা চৌধুরী, আল আমিন, আব্দুস শহিদ, পুলক রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিন শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে যুদ্ধদিনের স্মৃতি রোমন্থন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়ার যুদ্ধদিনের স্মৃতি কথা শুনেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়াকে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।