মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি দিরাই-শাল্লার উন্নয়নে ড. শোয়াইব আহমদকে জয়যুক্ত করতে হবে: মাওলানা আব্দুর রব ইউসুফী আল-হক্ব ফুযালা পরিষদের নতুন কমিটি গঠন পবিত্র হজ আজ সুনামগঞ্জে প্রস্তুত অর্ধ লক্ষাধিক কুরবাণীর পশু
অনলাইন পত্রিকার নিবন্ধন বন্ধ রাখার প্রস্তাব সম্পাদকদের

অনলাইন পত্রিকার নিবন্ধন বন্ধ রাখার প্রস্তাব সম্পাদকদের

index_106002আমার সুরমা ডটকম : সম্প্রচার কমিশন এবং অনলাইন নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব করেছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের কয়েকজন সম্পাদক। একই সঙ্গে তারা ছাপা পত্রিকার অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই বলেও মত দিয়েছেন। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ মত দেন। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৫-এর খসড়া প্রসঙ্গে এসভায় আলোচনা হয়। সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, শৃঙ্খলার নামে আমরা শৃঙ্খলিত হতে চাই না। তার মতে, নীতিমালা করার মধ্যে গৌরবের কিছু নেই। দায়বদ্ধতা থাকলে নীতির দরকার হয় না।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, আগে সম্প্রচার কমিশন ও অনলাইন নীতিমালা করেন, তারপর নিবন্ধনের উদ্যোগ নেন। সম্পাদকদের মত শোনার পর তথ্যসচিব মরতুজা আহমেদ অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রমের সময় বাড়ানো বা বিষয়টি আপাতত স্থগিত রাখতে সভায় উপস্থিত প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদকে পরামর্শ দেন। ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন পত্রিকা ও ছাপা পত্রিকার অনলাইন সংস্করণের নিবন্ধন করতে বলেছে তথ্য অধিদপ্তর।
সভায় হাসানুল হক ইনু বলেন, নীতিমালার খসড়া নিয়ে এটি প্রাথমিক আলোচনা। মন্ত্রিসভায় পাঠানোর আগে অংশীজনদের সঙ্গে এটি নিয়ে আরও আলোচনা হবে। দেশে সমন্বিত সাইবার আইন থাকার ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাইবার স্পেসের নিরাপত্তার জন্য এটি প্রয়োজন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং খসড়া নীতিমালা প্রণয়নের সঙ্গে যুক্ত মোস্তফা জব্বার, অনলাইন পত্রিকাগুলোর উদ্যোক্তা ও সমিতির নেতা এ কে এম শরীফুল ইসলাম খান, মো. শফিউল আজম, শরিফ মোহাম্মদ মাসুম, জয়ন্ত আচার্য, শামসুল আলম স্বপন, মশিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com