সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠানো হবে: বাণিজ্যমন্ত্রী

amarsurma.com
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আমার সুরমা ডটকম:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে সব ব্যবসায়ী ফেরেশতা না। দাম ঠিক করে দেওয়ার পরও কোথাও কোথাও চিনিতে সুবিধা নিচ্ছেন তারা। ভোক্তা অধিকার অধিদপ্তর বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে। এখন চিন্তা করছি অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠানো যায় কি না। রোববার ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির’ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মূল্য স্বাভাবিক পর্যায়ে আনতে চিনি আমদানিতে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করা হয়েছে। এছাড়া আসন্ন রোজায় পণ্য সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানকেন্দ্রিক পণ্য আমদানির এলসি খুলতে সমস্যা হবে না। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিগগির একটি সমন্বয় কমিটি গঠন ও বাংলাদেশ ব্যাংকে ক্রাইসিস সেল খোলা হবে।
টিপু মুনশি বলেন, পণ্যের মজুত ও সরবরাহ নিশ্চিত করা হবে। সয়াবিনের পাশাপাশি ভোজ্যতেল সানফ্লাওয়ার ও ক্যানোলা আমদানিতে শুল্ক কমিয়ে আমদানি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। দেশের মানুষ যেন কষ্ট না পান, সেজন্য যা করা প্রয়োজন, সরকার সবকিছুই করবে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চিনি আমদানিতে অনুমোদন দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, দেশে যথেষ্ট পরিমাণ চিনি আছে। অন্য বছরের তুলনায় বেশি। আমদানির জন্য এলসি খোলা হয়েছে। বাজারে যা মজুত আছে, সেটা কোনো অবস্থায় দেশের জন্য বিপজ্জনক নয়। সাধারণ মানুষ যাতে কম দামে চিনি পায়, সে ব্যবস্থা করা হচ্ছে।
বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বিজিএমই-এর প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রিজওয়ান রহমান, বিটিএমএ-এর সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: