শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ইউনিয়ন পরিষদে সেবার মানোন্নয়নে টিআইবি’র উদ্যোগে মতবিনিময় সভা

ইউনিয়ন পরিষদে সেবার মানোন্নয়নে টিআইবি’র উদ্যোগে মতবিনিময় সভা

আমিনুল হক, সুনামগঞ্জ: সোমবার সকাল ১০টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে ‘কুরবাননগর ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন বিষয়ক’ মতবিনিময় সভা; উক্ত ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সনাক সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক জনাব এনামুল হক চৌধূরী এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যের পর টিআইবির এরিয়া ম্যানেজার মো: মোরশেদ আলম গত মতবিনিময় সভার সুপারিশ ও তার আলোকে অগ্রগতি পর্যালোচনা করেন। মতবিনিময় সভায় কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল বরকত বলেন, জনগণের সেবা করার জন্য এসেছি, সেবা করে যাব। বাংলাদেশ সরকার গরিব দুঃখি যোগ্য ব্যাক্তিদের ভিজিডি, ভিজিএফ এবং বয়স্কভাতা প্রদান করা দায়িত্ব আমাদের দিয়েছেন। আমরা সঠিক ভাবে আমাদের সে দায়িত্ব পালন করে যাব। তিনি বলেন ইউনিয়নের বাজেট এবং ভিজিডি তালিকা চুড়ান্ত হওয়ার পর ভাতা প্রাপ্তদের তথ্য নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হচ্ছে। সনাক সুনামগঞ্জের সহযোগিতায় কুরবাননগর ইউনিয়নে প্রথম উন্মুক্ত বাজেট ঘোষনা শুরু হয়েছিল। আমরা এধারা অব্যাহত রেখে প্রতি বছর উন্মুক্ত বাজেট ঘোষনা করে থাকি। এছাড়াও তিনি বলেন যে, ইউনিয় পরিষদে জনবল সংকটের কারনে আমরা সেবা প্রদানে অনেক সমস্যা মুখোমুখি হচ্ছি। একজন ইউপি সচিব দিয়ে সকল কাজ করা সম্ভব নয়। তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের যে সম্মানি প্রদান করা হয় তা বর্তমান বাজার মুল্য ও প্রেক্ষাপটে খুবই নগন্য। তাই ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সম্মানি ভাতা যৌক্তিক হারে র্পূনর্নিধারন করার জন্য সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি। এছাড়াও ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সকল তথ্য উন্মুক্ত রাখা এবং সকল পর্যায়ের জনগণের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারলে শীঘ্রই কুরবাননগর ইউনিয়ন পরিষদ একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সনাক সদস্য যোগেশ^র দাশ, সঞ্চিতা চৌধুরী, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: মোরশেদ আলম, ইউপি সচিব-জিতেন চৌহান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, করিমুননেছা, নমিতা রানী দেব প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক এর স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক এনামুল হক চৌধুরী। সনাক, ইয়েস সদস্য এবং জনপ্রতিনিধি ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: