শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
মিয়ানমারের ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
বুধবার সন্ধ্যায় মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের বিমান উড্ডয়ন সংস্থা জানিয়েছে, এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়েছে।
দ্য মিয়ানমার টাইমসের দেওয়া ছবিতে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ের পাশে ঘাসে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে।
মিয়ানমারের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে বুঝা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।