সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

ঈদের দিনে দেশজুড়ে সড়কে ঝরল ১০ প্রাণ

আমার সুরমা ডটকম ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১০ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরে তিনজন, ফরিদপুরে তিনজন, মেহেরপুরে তিনজন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

রংপুর:

দুপুর ২টার দিকে দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূরনবী প্রধান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর:

সকালে মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন। করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন শাহ বলেন, ‘মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিকে একটি অজ্ঞাত নামক পরিবহন চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘নগরকান্দায় পিকআপের ধাক্কায় শাহিন হাওলাদার (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মেহেদী হাসান নামে আরও একজন আহত হয়েছেন।’

মেহেরপুর:

বিকেলে মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, ‘সংঘর্ষে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে দিনমজুর শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি শাকিল মারা যান। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভোলা:

দুপরে ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে সবুজবাগ এলাকায় রিকশায় করে বের হন। পরে একই এলাকার হাওলাদার বাড়ির দরজায় রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: