সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ঐতিহাসিক লড়াইয়ে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেদেরার

ঐতিহাসিক লড়াইয়ে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেদেরার

আমার সুরমা ডটকম ডেক্সএ এক ঐতিহাসিক লড়াই। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালটি পরিণত হয়েছিল কিংবদন্তীতে। সেই ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী নাদালকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬ এবং ৬-৩ সেটে হারিয়ে শিরোপা জিতে নিলেন সুইস তারকা রজার ফেদেরার। কিংবদন্তীর লড়াইটা শেষ হয়ে গেলো। একে নাম দেয়া যেতে পারে ‘থ্রিলা ইন মেলবোর্ন’। মেলবোর্নের থ্রিলার। ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তী তারা। যদিও ডিসিপ্লিনটা শুধুই টেনিস। তবুও রজার ফেদেরার আর রাফায়েল নাদাল যেন টেনিসের গণ্ডি পেরিয়ে সমগ্র ক্রীড়াঙ্গনেরই প্রতিনিধি হয়ে উঠেছেন।

ফেদেরারের বয়স ৩৫। আর নাদালের প্রায় ৩০। প্রায় ১৪ বছরের লড়াই দু’জনের মধ্যে। গ্র্যান্ড স্লামের ইতিহাসে সর্বশেষ ফাইনালে দু’জন মুখোমুখি হয়েছিলেন ২০০৯ সালে এই মেলবোর্নেই। সর্বশেষ ওই গ্র্যান্ড স্লামের লড়াইয়ে জিতেছিলেন নাদালই। এরপর গত আট বছরে আর কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হননি এই দুই কিংবদন্তী।

আট বছর পর আবারও আরেকটা গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হয়ে গেলেন দুই বন্ধু। কোর্টে যতই তারা প্রতিদ্বন্দ্বী হোন, কোর্টের বাইরে দু’জনার দোস্তি ঈর্ষা জাগানিয়া। বারবারই প্রমাণ হয়েছে এটা। কিন্তু কোর্টের লড়াইয়ে তো আর কেউ কাউকে ছাড় দেবেন না। সুতরাং, মেলবোর্নের রড লেভার এরেনায় ঐতিহাসিক লড়াইটা জমে উঠেছিল বেশ।

প্রথম সেটটিই ফেদেরার ৬-৪ ব্যবধানে নাদালকে হারিয়ে দিয়ে এগিয়ে যান। দ্বিতীয় সেটে শুরুতে নাদালের সামনে দাঁড়াতেই পারেননি শেষ দিকে এসে ভালো প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারলেও শেষ পর্যন্ত ৬-৩ সেটে হেরে যান ফেদেরার। তৃতীয় সেটকে বলতে হবে ফেদেরারের একক কতৃত্বের। এখানে নাদালকে দাঁড়াতেই দেননি সুইস তারকা ফেদেরার। একসেটিয়াভাবে সেটটা জিতে নেন ৬-১ ব্যবধানে। চতুর্থ সেটে এসে ঘুরে দাঁড়ান আবার নাদাল। যদিও সেটটি জিততে তাকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। শেষ পর্যন্ত জিতেছেন ৬-৩ সেটে।

চতুর্থ সেট নাদালের ঝুলিতে যাওয়ার অর্থ, পঞ্চম সেটটাই ফাইনাল। এখানে যে জিততে তার মাথাতেই উঠবে শিরোপার মুকুট। ফাইনাল সেট বলেই টান টান উত্তেজনা। প্রথম দুটি পয়েন্টই পেয়ে গেলেন নাদাল। তৃতীয় পয়েন্টে এসে ঘুরে দাঁড়ান ফেদেরার। ১ পয়েন্ট পেলেন তিনি। পরের পয়েন্টটা আবার পেয়ে যান নাদাল। ৩-১ ব্যবধান। ফেদেরারের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই।
অবশেষে শুধু ঘুরে দাঁড়ালেনই না। টানা তিনটি পয়েন্ট জিতে নিলেন তিনি। পঞ্চম সেটে গিয়ে তৈরি আরও বড় থ্রিলার। প্রথম তিনটা সার্ভেই পয়েন্ট পেয়ে গেলেন ফেদেরার; কিন্তু আবার ঘুরে দাঁড়ান নাদাল। তিনিও টানা তিনটা সার্ভ জিতে পয়েন্ট জয়ের কাছাকাছি চলে যান। গেম পয়েন্টে গিয়েই বার দুই সম্ভাবনা তৈরী করেন দু’জনই। এরপর পয়েন্ট জিতে গেলেন ফেদেরার। হয়ে গেলো ৫-৩।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: