বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম ডেস্ক:

জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিজএপিয়ারেন্স বা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের আহ্বানে যুক্তরাজ্যের ১৭টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে বৃটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সফল হতে হবে। বক্তারা বলেন, দেশে দেশে ফ্যাসিবাদ এভাবেই গুম-খুনের মাধ্যমে ভিন্নমতকে দমন করে রাখতে চায়। ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাজিত করেই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আমার দেশ ইউ কে’র নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমানের সভাপতিত্বে ও সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় সমাবেশে গুমের শিকার হওয়া ব্যবসায়ী মশিউর রহমান মামুন, ক্যাপ্টেন ওয়াহিদ উন নবী, মেজর অবঃ এ কে এম জাকির হোসেন বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে এসেছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী গুলো ভিন্নমতের লোকদের ধরে নিয়ে গুম করে এবং গুমের শিকার ব্যক্তিদের কিভাবে নির্মম নির্যাতন করা হয়। এছাড়া গুমের শিকার পরিবার গুলোর সদস্যদের মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ধরে নেওয়ার পর গুমের শিকার ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আযমীর বড় ভাই মামুন আল আযমী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাষ্টিস ফর রোহিঙ্গা অর্গানাইজেশনের যুক্তরাজ্য সভাপতি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের সভাপতি প্রফেসর ড. শেখ রামজি, সলিডারিটি ফর হিউম্যান রাইট্স ইউকে’র সভাপতি প্রফেসর আবদুল কাদির সালেহ, সিটিজেন মুভমেন্ট ইউকে’র আহ্বায়ক এম এ মালিক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মুফতি শাহ সদর উদ্দিন, সোসইটি ফর ডেমোক্রেটি রাইট্স-এর সভাপতি ব্যারিষ্টার ইকবাল হোসাইন, সাবেক যুবদল নেতা আশিকুর রহমান আশিক,মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি রায়হান উদ্দিন,সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল হসেন, কর্ণেল শহিদ উদ্দিন খান, সাবেক ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল মুমিন, প্রফেসর আব্দুর রব,পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান ডলার বিশ্বাস, সেক্রেটারি মো: মাহিন খান, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল , ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম , মির্জা আবুল আহমেদ ,মানবাধিকার কর্মী রায়হান চৌধুরী ,এডভোকেট আমির হোসেন সরকার, আরিফ আহমদ, মির্জা ,এনামুল হক, মো: আমিনুল ইসলাম সফর, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সভাপতি কে কারাম ,ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর প্রচার সম্পাদক মো: ফান্টু ,শাহান বিন নিজাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর উপদেষ্টা , সবেক জামাত নেতা সাদেক আহমেদ খান, আব্দুস সামাদ খান ,এহসানুর রহমান, আলী উজ্জল, মো: আব্দুল গফফার শাহীন, হাবিবুর রহমান রাসেল, ইউসুফ বিন হোসাইন খান, ছাত্রনেতা ফয়েজ আহমেদ,মো: শোয়াইবুর রাহমান, ডাঃ মোঃ জায়েদ হোসেন, তারক আহমেদ , ইউটিউবার পারভেজ আহমেদ সুজা, মোঃ ফয়েজ উল্লাহ, মঞ্জুর আহসান পল্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: