বুধবার, ০১ মে ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

চরনারচর ইউনিয়নে চ্যালেঞ্জের মুখে নৌকার বিজয়

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দিরাই উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে চরনারচর। এ ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাটি হিসেবেও বিবেচনা করা হয়। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন দলের অত্যতম নেতা জগদীশ সামন্ত। তবে নির্বাচনী বৈতরণী পার হতে তাকে চ্যালেঞ্জের মুখে পরতে হচ্ছে। এমন অভিমত ব্যক্ত করেছেন ইউনিয়নের সাধারণ ভোটাররা।
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে চরনারচর ইউনিয়নে রুকনুজ্জামান জহুরী (চশমা), তুরাব আলী (ঘোড়া), জগদীশ সামন্ত (নৌকা), সামছুল আলম তালুকদার (মোটর সাইকেল), পরেশ লাল দাস (অটোরিকসা), পরিতোষ রায় (আনারস)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে চিত্তরঞ্জন সূত্রধর (আপেল), তাপস রায় (তালা), মনধন কুমার বিশ্বাস (মোরগ), রণ রায় (ফুটবল), ২নং ওয়ার্ডে আব্দুল আউয়াল (পানির পাম্প), কমলা কান্ত দাস (আপেল), জুনেদ আহমদ (লাটিম), দীপক বৈষ্ণব (ভ্যানগাড়ি), ধনঞ্জয় বৈষ্ণব (তালা), নির্মল সূত্রধর (বৈদ্যুতিক পাখা), বিপ্লব বৈষ্ণব (ক্রিকেট ব্যাট), মোঃ আব্দুল আলিম (ফুটবল), সত্যবান বৈষ্ণব (টিউবওয়েল), মোহাম্মদ ফতেনুর (মোরগ), ৩নং ওয়ার্ডে আব্দুল মতিন মিয়া (ফুটবল), মোঃ আরজ আলী (তালা), মোঃ আহাদ মিয়া (ঘুড়ি), মোঃ তোতা মিয়া (লাটিম), মোঃ নাজিম উদ্দিন (মোরগ), মোঃ ফিরোজ মিয়া (ভ্যানগাড়ি), মোঃ বজলু মিয়া (ক্রিকেট ব্যাট), মোঃ লিটন মিয়া (আপেল), মোঃ হাদিস মিয়া (টিউবওয়েল), শাহাব উদ্দিন (বৈদ্যুতিক পাখা), ৪নং ওয়ার্ডে অসীম তরফদার (ঘুড়ি), মোঃ ওমর ফারুক (আপেল), মোঃ কামাল হোসেন (তালা), মোঃ খোকন কিবরিয়া (ফুটবল), টিটু হালদার (লাটিম), স্বপন মজুমদার (টিউবওয়েল), সহিদ মিয়া (মোরগ), ৫নং ওয়ার্ডে মহেশ চন্দ্র দাস (মোরগ), যীশু বিশ্বাস (ফুটবল), রনধীর দাস (তালা), ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন (টিউবওয়েল), নিখির চন্দ্র সরকার (ফুটবল), বাবুল কুমার দাস (মোরগ), মোঃ আসকর আলী (তালা), মোঃ তাজুল ইসলাম (ঘুড়ি), ৭নং ওয়ার্ডে চন্দন কুমার তালুকদার (আপেল), প্রসান্ত রায় চৌধুরী (মোরগ), মোঃ ইছাক মিয়া (তালা), সুধারঞ্জন তালুকদার (ফুটবল), ৮নং ওয়ার্ডে মোঃ আনোয়া হোসেন (মোরগ), মোঃ সাজিদ মিয়া (লাটিম), মোঃ হাবুল মিয়া (তালা), মোঃ হেলাল মিয়া (ফুটবল), ৯নং ওয়ার্ডে তরুণ কান্তি তালুকদার (আপেল), রঞ্জন দাস (ফুটবল), রনু চন্দ্র দাস (মোরগ) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংরক্ষিত সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে আফিয়া খাতুন (বক), নাসিমা আক্তার (জিরাফ), প্রমিলা সূত্রধর (তালগাছ), মনোয়ারা বেগম (মাইক), সৌভাগ্য রাণী চন্দ্র (হেলিকপ্টার), হালেমা বিবি (সূর্যমুখী ফুল), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে অলি দাস (মাইক), কলসুমা (বক), দীপ্তি রাণী দাস (হেলিকপ্টার), প্রিয়বালা দাস (বই), স্বরূপা বেগম (তালগাছ), সামছুন্নেহার (সূর্যমুখী ফুল), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে প্রণতী রাণী দাস (হেলিকপ্টার), মোঃ বিলকিছ আক্তার (কলম), মমতাজ বেগম (মাইক), ব্রজরাণী রায় (তালগাছ), রূপালী আক্তার (সূর্যমুখী ফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৩৩ জন, এরমধ্যে পুরুষ ১০ হাজার ১৭৪ জন ও নারী ৯ হাজার ৯৫৯ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: