শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

জৈন্তাপুর একজন নিহত: আহত অর্ধশতাধিক, ভন্ডরা লাপাত্তা

আমার সুরমা ডটকমহাজারো জনতা এখনো রাস্তায়। জৈন্তার রাজপথ পাড়া মহল্লা সর্বত্র উত্তপ্ত। সিলেটের জাফলংয়ে মাজারপন্থী আটরশী পীরের একদল মুরিদ কর্তৃক দারুল উলুম হরিপুরবাজার মাদরাসার ছাত্র শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক মাদরাসা শিক্ষার্থী শহীদ (নিহত) হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। বেদাতিদের অন্যায়ভাবে আতর্কিত হামলায় শহীদ (নিহত) শিক্ষার্থীর নাম মুজাম্মেল। সে হরিপুরবাজার মাদরাসার দাওরায়ে হাদিসে পড়ালেখা করতো।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জৈন্তাপুর আসামপাড়ায় আটরশীর পীরের মুরিদদের সঙ্গে কওমি আলেমদের মুনাজারা চলছিল। মুনাজারার একপর্যায়ে অতর্কিতভাবে হামলা চালায় বেদাতিরা। এতে হরিপুরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম জৈন্তাপুরীসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন। মুহাদ্দিস মাওলানা আবদুস সালামের অবস্থা আশংকাজনক বলেও জানা গেছে। তাকেসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে আটরশীর মুরিদদের উপর। তারা রাস্তায় বের হয়ে আসেন এবং হরিপুর বাসসেটেন্ড ব্লক করে রাখেন অনেকরাত পর্যন্ত।

সর্বশেষ খবর হচ্ছে, এতে জৈন্তাপুর এলাকার আলেমসমাজ ও আপামর জনতা দলবদ্ধভাবে বেদাতীদের আস্থানায় হানা দেন। মধ্যরাতেও সেখানে চলছে অবরোধ। দ্রুত অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন আহলে হক আলেমগণ। আরো জানাগেছে, এখন কোথাও বেদাতী কাউকে পাওয়া যাচ্ছে না। লাপাত্তা রয়েছে হামলাকারীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: