শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

দিরাইয়ে করোনার টিকা নিল ১৮ হাজার শিক্ষার্থী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

কোভিট-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বয়সি শিক্ষার্থীদের মধ্যে টিকার প্রথম ডোজ দেয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসাসহ মোট ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার ৪৮০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে।
সরেজমিন দিরাই থানাপয়েন্টস্থ জালাল সিটি সেন্টারে স্থাপিত টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সামাজিক দূরত্ব মানা কিংবা মাস্ক ব্যবহারে উদাসীনতা পরিলক্ষিত হয়।
দিরাই উপজেলা সরকারি হাসপাতাল অফিস সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূটি শনিবার শেষ হয়। সূত্র মতে, ৮ জানুয়ারি ১৯২ জন, ৯ জানুয়ারি ১ হাজার ৪১০ জন, ১০ জানুয়ারি ১ হাজার ৫৯০ জন, ১১ জানুয়ারি ১ হাজার ৩৬২ জন, ১২ জানুয়ারি ১ হাজার ৪৮৮ জন, ১৩ জানুয়ারি ১ হাজার ৬৬৮ জন, ১৫ জানুয়ারি ৯৬৬ জন, ১৬ জানুয়ারি ২ হাজার ৪৬ জন, ১৭ জানুয়ারি ১ হাজার ১৯৪ জন, ১৮ জানুয়ারি ১ হাজার ৮৮৪ জন, ১৯ জানুয়ারি ১ হাজার ৫৫৪ জন, ২০ জানুয়ারি ১ হাজার ৫শত জন, ২২ জানুয়ারি ১ হাজার ৬২৬ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, আগের নিবন্ধনের বাইরেও অনেক শিক্ষার্থী টিকা নিয়েছে। সেই হিসেবে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিক্ষার্থী টিকা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: